বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পরিচালিত অপারেশন ডেভিল হান্ট-এর অভিযানে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলসহ তিনজনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এলাকা থেকে জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে একই অভিযানের অংশ হিসেবে দিরাই উপজেলার নতুন বাগবাড়ী গ্রামের ছুরত মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা উজ্জ্বল মিয়া ও উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুকুমারকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো