সিলেট তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হছেছেন অন্তত ২০ জন। তাদের বেশির ভাগই বাসের যাত্রী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেরার হেমু করিচর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানিয় এলাকাবাসির প্রচেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এই নিউজ লিখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে জাফলং যাচ্ছিল এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি যাত্রীবাহী বাস। হেমু করিচর ব্রীজ এলাকায় আসার পর সীমান্ত থেকে আসা চোরাই পণ্যবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা এশিয়া ট্রান্সপোর্টের বাসে এসে ধাক্কা দিলে বাস চালক যাত্রীদের বাঁচাতে মহাসড়কের পাশে খাদে না ফেলে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি চোরাকারবারির সদস্যরা দ্রুত নিয়ে যায় এবং বাস দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের হেলপার নিহত হয় আহত হন অন্তত ১০ জন।
সিলেট তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।