মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও সিলেট–১ আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন মাওলানা হাবিবুর রহমান, আমীর, সিলেট জেলা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের অমূল্য ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তাঁদের রক্তের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি।
তিনি আরও বলেন, মহান বিজয়ের এই চেতনা আমাদের ন্যায়বিচার, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করুক। এই মাহেন্দ্রক্ষণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
বার্তার শেষে তিনি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ রাখেন, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন এবং দেশ ও মানুষের সেবায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার তাওফিক দান করেন।