সারা দেশের ন্যায় গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে
মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বীর সৌধে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ পৌর পরিষদ, গোলাপগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও ২৩ শহীদ স্মৃতি সৌধ সুন্দিশাইলে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান বিজয় দিবসে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুল মতিন। জাতীয় সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।
পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্য, রোভার স্কাউটস ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকমল আলী, সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবীর, সমাজসেবা অফিসার নুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরণ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির নওশাদ আহমদ রোমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।