মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা বিএনপি ও সুনামগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন বিজয় র‌্যালি ও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ অন্যান্যরা। পরে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিজয় র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সদস্য মানব তালুকদার, আমিনুল হক ও সংগঠক অনিক দাসসহ সাংবাদিকবৃন্দ।

এই সম্পর্কিত আরো