মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয় থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়।

দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,।সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বালাগঞ্জ কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মেহেদী হাসান। আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. জে. এম. সালাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদসহ অন্যান্যরা। এর আগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সম্মিলিত কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনীতে উপজেলা প্রশাসন ও সাংবাদিক-সুশীল সমাজের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আরমান আলী এবং গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী।

এই সম্পর্কিত আরো