মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে গ্রাম বাংলার ঐহিত্যবাহী পলো বাওয়া ‘উৎসব’

বিশ্বনাথে গ্রাম বাংলার ঐহিত্যবাহী পলো বাওয়া উৎসব পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ওই উৎসবের আয়োজন করেন স্থানীয়রা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কালিগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বাসিয়া নদীতে বিপুল উৎসসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পলো বাওয়া উৎসব পালিত হয়।  

দখল দূষণে বিলীনের পথে আলোচিক বাসীয়া নদীতে এখন হাঁটুজল। জলশুণ্য স্থানে আছে ময়লা আবর্জনার ভাগাড়। এমন ময়লা আবর্জনার ভাগাড় দেখা যায় শুধু পৌরসভার ভেতরে নদীর দুই তীরে। এছাড়াও আছে অসহ্য দূর্গন্ধ। পৌর শহরের বাহিরে নদীর কোনো কোনো স্থানে রয়েছে হাঁটুজল। আর এই হাঁটুজলেই পলো বাওয়া উৎসব পালন করা হয়েছে! 

উৎসবে সিলেট জেলার বিশ্বনাথ, বিয়ানী বাজার, গোলাপগঞ্জ, ওসমানীনগর  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৌখিন মাছ শিকারী অংশ গ্রহণ করেছেন। শিকারীরা বোয়াল, গজার, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতীর মাছ শিকার করেন।


স্থানীয় বাসিন্দা হুশিয়ার আলী বলেন, আমরা আনন্দ উৎসব কওে প্রতি বছর বাসিয়া নদী পলো দিয়ে মাছ শিকার করি। এতে আমরা আনন্দ পাই।

জানতে চাইলে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এমএ রব বলেন, এনিয়ে তিনটি মৌসুমে তারা এই নদীতে পলো বাওয়া উৎসব পালন করেছেন। তবে এবার বিজয় দিসব উপলক্ষ্যে এই পলো বাওয়া উৎসব তারা পালন করেন।

এই সম্পর্কিত আরো