যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পৌর শহরের ডাকবাংলো মাঠে স্বাধীনতা স্মৃতিসৌধ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। পরে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে এবং উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের পক্ষে পুষ্পার্ঘ অপর্ণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এসময় পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিএনপি, জামায়তসহ তাদের অঙ্গসংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এসময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে এগারোটায় কুলাউড়া ডাকবাংলো মাঠে বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বখশ, ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, আলাউদ্দিন কবির, নাজমুল বারী সোহেল, একেএম জাবের, মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম, শামীম আহমদ, লিংকন তালুকদার, আতিকুর রহমান তারেক, আল আদনান চৌধুরী, শেখ বদরুল হোসেন রানা, ইব্রাহিম মাহমুদ, আরমান রফিক, ইমন আহমদ, রায়হান আহমদ, বদরুল হোসেন প্রমুখ। মেলায় বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত হস্তশিল্প নিয়ে আসেন।
দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খাঁন, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক, হাবিব মিয়া। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়। বিকেলে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম কুলাউড়া পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।