মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিএনপির বিজয় র‌্যালিতে খন্দকার মুক্তাদির

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিশাল বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সোমবার (১৫ ডিসেম্বর) ঐতিহাসিক রেজিস্টারি মাঠে র‌্যালি-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। 


খন্দকার মুক্তাদির বলেন, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। এজন্য তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।


তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দুর্নীতি ও বৈষম্যহীন একটি আধুনিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের মূল আদর্শ—গণতন্ত্র, শোষণমুক্তি ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


বিজয় র‌্যালি শুরুর নির্ধারিত সময়ের আগেই সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুর থেকেই নগরীর বিভিন্ন জোন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে সমবেত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।


র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল হোসেন, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, নুরুল মুমিন খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

এই সম্পর্কিত আরো