মহান বিজয় দিবস উপলক্ষে আখালিয়া সুরমা রেনেসা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সপ্তম ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ এ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সুরমা আবাসিক এলাকা জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি অধ্যাপক খশরুজ্জামান, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও ক্রীড়াবিদ এডভোকেট আজিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন রেনেসা যুব কল্যাণ সংস্থার সহ-সভাপতি খুরশেদ আলম, সাধারণ সম্পাদক অলিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোজাম্মিল হোসেন, সিনিয়র সদস্য আব্দুন নূর, প্রবাসী সদস্য হোসাইন আহমদ, অর্থ সম্পাদক ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক রাজি আহমদ, সাবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষাবিদ সাইফুল আমিন এবং দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সাংবাদিক আনিসুর রহমানসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠের শৃঙ্খলা, দৃষ্টিনন্দন পরিবেশ ও সুন্দর আয়োজনে সন্তোষ প্রকাশ করে অতিথিবৃন্দ রেনেসা যুব কল্যাণ সংস্থার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবসকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে বেশ কয়েকদিনব্যাপী খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।