মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে খাই হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর খালের মুখ ভাঙন বন্ধকরণসহ ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উক্ত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মোহন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য মোছা: ফারহানা আক্তার, ফয়জুল ইসলাম, সাজ্জাদুর রহমান, কমিটির সদস্য ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি খলিলুর রহমান, ইউপি সদস্য আশিক মিয়া, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শহীদন নুর আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, হাওর ও নদী রক্ষা কমিটি শান্তিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আহমেদ উসমান, সমাজকর্মী শফিউল আলম।

আরও উপস্থিত ছিলেন ফসল রক্ষা বাঁধের সদরপুর খালের মুখ ভাঙন বন্ধকরণ কমিটির সভাপতি রায়হান আহমদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পার্থ রায়, সোহান আহমদ, এমদাদ হোসেনসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন পরবর্তী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে। বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই সকল পিআইসি কাজ সম্পন্ন করতে হবে। কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০২৫–২০২৬ অর্থবছরে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের লক্ষ্যে এ পর্যন্ত জেলা কমিটিতে ৪৮টি স্কিম অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল বাঁধের নির্মাণ কাজ শুরু করা হবে।

এই সম্পর্কিত আরো