সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযান ডেভিলহান্ট–এর অংশ হিসেবে উপজেলা কৃষকলীগের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলীর নির্দেশনায় থানার এসআই পঙ্কজ ঘোষ ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ফেনারবাঁক ইউনিয়নের ফেনারবাঁক গ্রামে অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সদস্য মো. মঞ্জু হাসান চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এছাড়াও পৃথক মামলায় এজাহারভুক্ত আসামি মর্তুজ আলী, তুষার আলম, মো. জামাল মিয়া ও শফিকুল মিয়াকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে অভিযানে মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিলহান্ট অপারেশনের আওতায় গ্রেফতারকৃত মঞ্জু হাসান চৌধুরীসহ অন্যান্য আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।