সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ভোরে জামালগঞ্জ সদর ইউনিয়নের শাহপুর গ্রামের মইনুল হকের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সদর ইউনিয়নের নয়াহালট পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁন মানিকের ছেলে এমদাদুল হক (৩০)।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর নির্দেশনায় থানার এসআই পঙ্কজ ঘোষ ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সে নিজের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক চোরাচালান ও বিক্রির বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।