মহান বিজয় দিবস উপলক্ষ্যে ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে নগরীর বন্দর কোর্ট পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপি আয়োজিত রেজিস্ট্রারি মাঠের কেন্দ্রীয় বিজয় র্যালিতে গিয়ে মিলিত হয়।
র্যালিতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। এতে ২২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক ও ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক।
আরও উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী লিয়াকত হোসেন, হাজী শামসুল হক, হাজী আব্দুস সালাম, আবুল কালাম চৌধুরী, এডভোকেট জাফর ইকবাল তারেক, আবুল ফাত্তাহ বকশী, হাজী মোজাম্মীল আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক এনামুল আজিজ মুন্না, মুস্তাক আহমদ, নাজমুল ইসলাম মিনহাজ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিব আহমদসহ গাজী মানির, সুমন আহমদ, আব্দুল খালিক, তখলিস মিয়া, সাগর দাস, শুক্কুর আলী, রুবেল আহমদ প্রমুখ।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।