সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কণার গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি এনামের মায়ের মৃত্যুতে শহীদ ওয়াসিম ব্রিগেডের শোক ওসমান হাদিকে আগামীকাল সিঙ্গাপুরে নেওয়া হবে নভেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২১জনের প্রাণহানি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি বিএনপির বিজয় র‌্যালিতে খন্দকার মুক্তাদির - তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান বিজয় দিবসের সভায় মাওলানা ফখরুল - রাজনৈতিক অনৈক্যের কারণে জাতি স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত বিজয় দিবসে আখালিয়া সুরমা রেনেসা যুব কল্যাণ সংস্থার ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন শান্তিগঞ্জে খাই হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সঙ্গে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকরের সঙ্গে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ সভায় লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

মইনুল বাকর বলেন, “আমি কোনো দলের প্রার্থী নই—আমি জনগণের প্রার্থী। মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল দর্শন।” তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও সিলেট–৩ আসনের মানুষ এখনো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ খাতে দীর্ঘদিনের বঞ্চনার শিকার।

বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করেও গত এক যুগ ধরে তিনি দেশের অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান, গ্রামীণ মাতৃত্বসেবা এবং পুনর্বাসনমূলক উদ্যোগ তাঁর সামাজিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অংশ।

তরুণ সমাজকে দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে মইনুল বাকর বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তরুণদের জীবনের ঝুঁকি নিয়ে বিদেশমুখী হতে হবে না। এ লক্ষ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হোন বা না হোন—আজীবন এলাকার সাধারণ, গরিব ও অসহায় মানুষের পাশে থাকবেন। স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কর্মমুখী সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বলেও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কণার গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি

এনামের মায়ের মৃত্যুতে শহীদ ওয়াসিম ব্রিগেডের শোক

ওসমান হাদিকে আগামীকাল সিঙ্গাপুরে নেওয়া হবে

নভেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২১জনের প্রাণহানি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

বিএনপির বিজয় র‌্যালিতে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান

বিজয় দিবসের সভায় মাওলানা ফখরুল রাজনৈতিক অনৈক্যের কারণে জাতি স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত

বিজয় দিবসে আখালিয়া সুরমা রেনেসা যুব কল্যাণ সংস্থার ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে খাই হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন