মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে পড়ে সামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৪ ডিসেম্বর) সকালে।

নিহত সামিয়া আক্তার চুনারুঘাট থানাধীন ১০নং মিরাশি ইউনিয়নের জলিলপুর গ্রামের বাসিন্দা কৌশিক হাসানের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে সামিয়া আক্তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

পরে দুপুর ১টা ৩৯ মিনিটে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো