সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড ফ্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড ফ্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উপজেলা শাখার আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় জামালগঞ্জ চাইল্ড কেয়ার এন্ড কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৭২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন।
কেন্দ্র সচিব হিসাবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান। আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ চাইন্ড কেয়ার এন্ড কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মোঃ ফখরুল আলম চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মোঃ ফখরুল কবির, সভাপতি রাকেশ তালুকদার রিপন, জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ কেন্দ্রের এজিএম মোঃ আজহারুল ইসলাম, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
কেন্দ্র সচিব বলেন, প্রতিবারের ন্যায় এবছরও কিন্ডারগার্টেনের সার্বিক তত্বাবধানে এবং জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয় ভিত্তিক এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মধ্যে প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি হবে।