শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ইউএনও সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান।
ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক, আর পত্রিকা সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম ও যেকোনো সমস্যা সমাধানে সাংবাদিক সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করি।”
তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং শান্তিগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, এও শাহীনুর রহমান।
এছাড়াও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুগ্ম সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন, দিলিপ দাশ, ইমরানুল হাসান প্রমুখ।