শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় শান্তিগঞ্জ থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ওসি অলি উল্লাহ সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান।
ওসি অলি উল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকরা জাতির আয়না, আর পত্রিকা সমাজের দর্পণ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যেমন ভূমিকা রয়েছে, তেমনি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেকোনো ধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকদের ভূমিকা কম নয়। শান্তিগঞ্জ থানার যে কোনো সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত কাজে আমি সাংবাদিক সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়ে একটি মডেল থানা প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, এও শাহীনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন, দিলিপ দাশ, ইমরানুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।