আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পরই সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে নির্বাচনী তৎপরতা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় নিজ এলাকায় গণসংযোগ জোরদার করেছেন এ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর।
তিনি বালাগঞ্জের বোয়ালজুর বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বাজারের ব্যবসায়ী, পথচারী থেকে শুরু করে শ্রমজীবী মানুষসহ নানা পেশার জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি কথা বলেন।
গণসংযোগ চলাকালে স্থানীয়রা তাঁকে আন্তরিক স্বাগত জানান এবং নির্বাচনে তাঁর প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন।
সঙ্গে থাকা অনেকে বলেন, তফসিল ঘোষণার পরপরই জনগণের মাঝে নেমে আসা একজন জনসেবক হিসেবে ময়নুল বাকর ভাই'র আন্তরিকতা ও দায়িত্ববোধের স্পষ্ট প্রমাণ এটি।
মইনুল বাকর বলেন, জনগণই আমার শক্তি। এলাকার উন্নয়ন, আধুনিক শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালন করতে চাই।