জামালগঞ্জ হাফিজিয়া নূরাণী ইসলামী কিন্ডারগার্টেন ও এতিমখানার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ আব্দুর রহিম। শিক্ষা সচিব মাওলানা নূরুদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আনম কাজী শরফুল বাশার, মো. মুজিবুর রহমান ও মো. ওয়ালী উল্লাহ সরকার।
এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাওলানা আলাল উদ্দিন, আতিকুর রহমান আতিক, আর্মি (অব.) কর্মকর্তা মো. আবুল কাশেম, মো. মোশাহিদ আলী, মো. বরকত উল্লাহ ও কাজী আজিজুল হক।
বক্তারা বলেন, কোমলমতি শিশুদের চরিত্র গঠন ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ইসলামি শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের সন্তানদের সঠিক তিলাওয়াত ও দ্বীনের প্রাথমিক শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় জানানো হয়, প্রতিষ্ঠানে আগামী ১৭ ডিসেম্বর থেকে নতুন বছরের ভর্তি কার্যক্রম শুরু হবে। অভিভাবকদের সন্তানদের দ্বীনি শিক্ষার জন্য ভর্তির আহ্বান জানানো হয়।