শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমে সারদা সংঘের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সারদা সংঘের সভাপতি মাধবী পাল চৌধুরী। সাধারণ সম্পাদক নুপুর সেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সেবাশ্রমের সভাপতি কৃপেশ চন্দ্র বণিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা কমল কান্তি ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল, সহ-সভাপতি পিসি সরকার। বক্তব্য দেন বিবেকানন্দ শিক্ষা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস, যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ পাল চৌধুরী ও সারদা সংঘের সহ-সভাপতি রিনা বণিক।
সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।