সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সম্প্রীতি ও বন্ধুত্বের এক অনন্য উদ্যাপনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভাইয়াপি (বন্ধুত্বপূর্ণ) কুস্তিখেলা। খেলাধুলার মাধ্যমে গ্রাম থেকে গ্রামে সামাজিক বন্ধন দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় জনপ্রিয় এই কুস্তি এখন শুধু খেলা নয়—এটি সমাজের ঐতিহ্য, মিলনমেলা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম।
“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে জামালগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ-এর উদ্যোগে নলুয়ারপাড় পঞ্চগ্রাম ও দুর্লভপুর গ্রামের মধ্যে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভাটি বাংলা কুস্তি ফেডারেশনের সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সিলেট সদর পিএফজির এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ ও ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শরিফ আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রতিযোগিতা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিছুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ–এমআইপিএস প্রকল্পের একে কুদরত পাশা। দিনব্যাপী উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৪–৩ পয়েন্টে নলুয়ারপাড় পঞ্চগ্রাম দল বিজয়ী হয়।
সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল হক আফিন্দী বলেন, “কুস্তি আমাদের ঐতিহ্যের অংশ। শান্তি–সম্প্রীতির বার্তা ছড়িয়ে তরুণরা যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা তরুণদের নেশা থেকে দূরে রাখে, সুস্থ সমাজ গঠনে সহায়তা করে।”
বক্তারা আরও বলেন, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ ধর্ম, বর্ণ ও রাজনৈতিক বিভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক সমাজ গড়ে তুলতে কাজ করছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা রোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই তাদের লক্ষ্য।
খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মাঝে ঐতিহ্যবাহী গামছা ও জার্সি বিতরণ এবং শেষে বিজয়ী–পরাজিত উভয় দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়।