সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-যুগ্ম সম্পাদক আনিসুল হক বলেছেন, তারেক রহমানের ৩১ দফা দেশকে সঠিক পথে ফেরানোর রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই আজ সারা দেশে ঐক্যের প্রতীক—জামালগঞ্জ উপজেলা বিএনপি এক মঞ্চে দাঁড়িয়ে তা প্রমাণ করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে সাচনা বাজার উৎসবমুখর হয়ে ওঠে। শ্লোগান, ব্যানার, পোস্টার, আর জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে আসলে জনগণই বিজয়ী হবে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সুনামগঞ্জ-১ আসনের অবহেলিত সড়ক—তাহিরপুর–জামালগঞ্জ–মধ্যনগর–ধর্মপাশা আঞ্চলিক সড়ক উন্নয়ন, জামালগঞ্জ–সাচনা নদীর ওপর সেতু নির্মাণ, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ চার উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কমিটির সদস্য আজাদ হোসেন বাবলু, ইকবাল হাসান, নূরে ফরায়েজি, আলী আক্কাস মুরাদ, যুবদল আহ্বায়ক মুজাম্মেল হক স্বপন, সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন প্রমুখ।
এ ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।