সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার অভিজাত বিপণী বিতান ও আবাসন ‘গার্ডেন টাওয়ার’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় তাদের হেফাজত থেকে ২৭ রাউন্ড শর্টগানের লিডবল ও রাবার কার্তুজ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. এনামুল হক (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট থানার বেতকুঁড়ি গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহরের বি-ব্লকের (২২ নম্বর সড়ক, বাসা-২৭) বাসিন্দা এবং বোরহান উদ্দিন (৩৫) সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে। তিনি বর্তমানে গার্ডেন টাওয়ারের ৮ম তলার যে ফ্ল্যাটে (৪০/৮১) অভিযান চালানো হয়, সেখানে বসবাস করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গার্ডেন টাওয়ারের ওই ফ্ল্যাটে অবৈধ গোলাবারুদ মজুদ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে বোরহান ও এনামুলকে আটক করা হয় এবং ফ্লাট তল্লাশি করে ২৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে কার্তুজ রাখার অপরাধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।