সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একাধিক পরিবারের স্বপ্নের বসতঘর। সর্বস্ব হারানো মানুষদের কান্না আর শোকের পরিবেশে সান্ত্বনার হাত বাড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে জরুরি আর্থিক সহায়তা তুলে দেন।
সহায়তা প্রদানকালে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “মানুষের দুঃসময়ে পাশে থাকা শুধু দায়িত্ব নয়—এটা আমাদের মানবিক কর্তব্য। অগ্নিকাণ্ডে যে ভয়াবহ ক্ষতি হয়েছে, তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে তাদের মনোবল ফিরিয়ে দিতে পাশে থাকা অত্যন্ত জরুরি। শান্তিগঞ্জ–জগন্নাথপুরবাসীর সুখ–দুঃখে আমি সবসময় আছি এবং থাকব।”
তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি এমন দুর্ঘটনা রোধে স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতা বাড়ানো প্রয়োজন।”
ব্যারিস্টার আনোয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলম শিশু, মোজাহিদ খান, আব্দুল লতিফ, মুফাজ্জল হোসেন, মুফাসির আহমদ রিয়াদ, ছাত্রদল নেতা নাঈমুর রহমান, মোর্শেদ আহমদ রিদয়, আবুল কাশেমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
নেতাকর্মীরা জানান, মানুষের বিপদের সময় ব্যারিস্টার আনোয়ার হোসেনের এভাবে ছুটে আসা প্রমাণ করে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি মানুষের জন্য নিবেদিত একজন মানবিক ব্যক্তিত্ব। তার সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে আশার আলো দেখছে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের পর তাদের মাঝে যে আতঙ্ক ও অসহায়তা ছিল, ব্যারিস্টার আনোয়ারের উপস্থিতি সে ভয় কাটিয়ে তাদের মানসিক শক্তি জুগিয়েছে। তার দেওয়া সহায়তা দ্রুত ঘর পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অগ্নিকাণ্ডের ভয়াবহতার মাঝে ব্যারিস্টার আনোয়ার হোসেনের আশ্বাস ও সহানুভূতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হৃদয়ে সান্ত্বনার স্পর্শ এনে দিয়েছে।