জামালগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী'র সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় থানার অফিস কক্ষে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন—জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন, এসআই পংকজ ঘোষ, জামালগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেরে আলম সেরু, সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, মোঃ ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ ও সদস্য আতিকুর রহমান।
মতবিনিময়কালে নবাগত ওসি মোঃ বন্দে আলী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “জামালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা অপরিহার্য।”
গত সোমবার বিকেলে তিনি জামালগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।