বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

জামালগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী'র সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় থানার অফিস কক্ষে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন—জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন, এসআই পংকজ ঘোষ, জামালগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেরে আলম সেরু, সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, মোঃ ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ ও সদস্য আতিকুর রহমান।

মতবিনিময়কালে নবাগত ওসি মোঃ বন্দে আলী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “জামালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা অপরিহার্য।”

গত সোমবার বিকেলে তিনি জামালগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই সম্পর্কিত আরো