বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজার-৪ আসনে এনসিপির মনোনয়ন পেলেন প্রীতম দাশ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রীতম দাশকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদস্যসচিব আখতার হোসেন এই মনোনয়নের ঘোষণা দেন। 

প্রীতম দাশ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক। তিনি দলটির ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রীতম দাশ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে এনসিপি আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের নিকট কৃতজ্ঞ। অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে আমি ধারণ করে সবার জন্য সম-অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করব। অতীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যেভাবে আমি তৎপর ছিলাম ভবিষ্যতেও আমি সেভাবেই কাজ করব। আমি শিক্ষাজীবন থেকেই জনগণের পাশে থাকার রাজনীতি করে আসছি। এ অঞ্চলের জনগণ যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠায় তাহলে আমি তাদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখব।

এই সম্পর্কিত আরো