বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও হিট ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা গেইট থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জৈন্তাপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

জৈন্তাপুর হিট ফাউন্ডেশনের সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আম্বিয়া হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলার হিট ফাউন্ডেশনের উপদেষ্টা বাহারুল আলম বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হেলাল আহমদ, জৈন্তাপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহেল আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ফয়েজ আহমদ এবং ১নং নিজপাট ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আহমদ।

এছাড়া হিট ফাউন্ডেশনের সহসভাপতি হোসেন আহমদ, সুহেল আহমদ, ইউপি সদস্য মিনু রানী দেব, সাহেদ আহমদ, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, আসহার উদ্দিন তুহিন, মকসুদুল আম্বিয়া, মাইদুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সকল শ্রেণী পেশার মানুষের  মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো