রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে পারেন বুধবার এনসিপি’র সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন লুবনা সিলেটে বিএনপি নেতাদের বিরুদ্ধে মন্দির দখল ও তালা মারার অভিযোগ, পূজা বন্ধ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্যাগ-সংগ্রামের ধারাবাহিকতায় ঐক্য অটুট রাখুন-পাবেল চৌধুরী সবুজ সিলেট সংবাদ প্রকাশ - সিলেটের আলোচিত ওসি আহাদকে চট্টগ্রাম রেঞ্জে বদলি কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা জামালগঞ্জে ঢেউটিনের বান্ডিল পড়ে নিহত ১, আহত ৩ যশোর সেনা ক্যাম্পে নিহত জামালগঞ্জের  কামরুলের দাফন সম্পন্ন সিলেটে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ - একদল অপকর্ম করে গেছে, আরেক দল দায়িত্ব নিয়েছে: আমীরে জামায়াত
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দের প্রতি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়ার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী ও সহকারী শিক্ষক ক্যামেলিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তিনি বলেন, “শান্তিগঞ্জ উপজেলায় দুই বছরেরও বেশি সময় কাজ করার সুযোগ হয়েছিল। প্রাথমিক শিক্ষায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার চেষ্টা করেছি, যা আপনাদের সহযোগিতায় বাস্তবে রূপ পেয়েছে। ‘শান্তিগঞ্জ মডেল’ এখন দেশের বিভিন্ন স্থানে পরিচিত। এটিকে ধরে রাখা আপনাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষা পরিবারটি অত্যন্ত বৃহৎ। তাই সমাজে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা থাকবেই। কিন্তু সবকিছুর বাইরে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। স্কুল পরিদর্শনের সময় শিক্ষকদের আন্তরিকতা, দুপুরে ডাল-ভাতের আপ্যায়ন—এসব আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। যদি কখনো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে কাজের সুযোগ পাই, আপনাদের জন্য নিশ্চয়ই কাজ করবো।”

এসময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “হয়তো আপনাদের সঙ্গে এভাবে আর দেখা নাও হতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর ইউপিইটিসি বিমল কুমার সরকার এবং সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান।

এছাড়াও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির উদ্দিন, অশোক কুমার দাস, প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রাজিব রায়, সালেহ আহমদ, লিখিল মজুমদার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সুরুজ আলী, রনজিৎ কুমার দাস, সহকারী শিক্ষক রিতু কুমার দাস, বেনু মজুমদার, মুন্নী রানী দে, সুকৃতী বিশ্বাস, ফয়সল আহমদ ও সুলতান মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুধা মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খানসহ সকল অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

এই সম্পর্কিত আরো

খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে পারেন বুধবার

এনসিপি’র সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন লুবনা

সিলেটে বিএনপি নেতাদের বিরুদ্ধে মন্দির দখল ও তালা মারার অভিযোগ, পূজা বন্ধ

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ত্যাগ-সংগ্রামের ধারাবাহিকতায় ঐক্য অটুট রাখুন-পাবেল চৌধুরী

সবুজ সিলেট সংবাদ প্রকাশ সিলেটের আলোচিত ওসি আহাদকে চট্টগ্রাম রেঞ্জে বদলি

কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

জামালগঞ্জে ঢেউটিনের বান্ডিল পড়ে নিহত ১, আহত ৩

যশোর সেনা ক্যাম্পে নিহত জামালগঞ্জের  কামরুলের দাফন সম্পন্ন

সিলেটে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ একদল অপকর্ম করে গেছে, আরেক দল দায়িত্ব নিয়েছে: আমীরে জামায়াত