সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দিরাই-শাল্লার বিএনপি আজ যে ঐক্যবদ্ধ অবস্থানে দাঁড়িয়ে আছে এটি নেতাকর্মীদের দীর্ঘ দিনের ত্যাগ, সংগ্রাম ও রক্ত-ঘামে অর্জিত ফসল। কেন্দ্রীয় কর্মসূচি হোক বা স্থানীয় আন্দোলন দলের সংকটময় প্রতিটি মুহূর্তে নেতাকর্মীরা বুকের পাঁজর দিয়ে দলের পতাকা রক্ষা করেছেন।
শনিবার দুপুরে দিরাই কলেজ রোডের বাগানবাড়ী কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিরাই পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গণ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাবেল চৌধুরী বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা সবসময় অক্ষরে অক্ষরে পালন করেছি।আন্দোলনের সময় যারা রাস্তায় নেমেছেন, যারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছেন তারা বিএনপির প্রকৃত শক্তি। অনেকেই ঘরছাড়া হয়েছেন, মামলা-মোকদ্দমায় জর্জরিত হয়েছেন। এই ত্যাগের মান রাখতেই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব দলীয় ঐক্য ধরে রাখা।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, মনোনয়ন একদিনের ব্যাপার নয়। এর পেছনে আছে আপনাদের ভালোবাসা, পরিশ্রম, মিছিল-মিটিংয়ের ঘাম। দলের যে সিদ্ধান্ত হবে, তা আমি বিনা দ্বিধায় মেনে নেব। কারণ আমরা দল করি ক্ষমতার জন্য নয় আদর্শের জন্য। তারেক রহমান যাকে এই আসনে উপযুক্ত মনে করবেন, আমরা সবাই তাকে নিয়েই মাঠে কাজ করব।
তিনি বলেন, আমাদের সকলের শ্রদ্ধেয় নাছির উদ্দীন চৌধুরীকে দল প্রাথমিকভাবে মনোনীত করেছে। উনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে তাঁর শারীরিক অবস্থার বাস্তবতা কাউকেই এড়ানো উচিত নয়। নির্বাচন খুব কঠিন লড়াই প্রতিদিন মাঠে থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। তিনি কতটা সক্ষম হবেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন রয়েছে। দল নিশ্চয়ই এসব বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
পাবেল চৌধুরী আরও বলেন, এই মুহূর্তে রাজনৈতিক হিসাব-নিকাশ নয়, আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা। আমরা ঐক্যবদ্ধ থাকলে দিরাই-শাল্লার মানুষ আমাদের হাত ধরেই পরিবর্তনের পথে এগিয়ে যাবে।
মাহফিলে সভাপতিত্ব করেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং পরিচালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ। এসময় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, দিরাই মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, শাল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল আমীন, দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব তফাজ্জল হোসেন বাপন, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর।