এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও সনদপত্র প্রদান করেছে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি। শনিবার বেলা ২টায় নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠানের।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।
সমিতির সভাপতি এম রফিকুল হকের সভাপতিত্বে এবং বৃত্তি প্রদান উপ-কমিটির আহবায়ক শিক্ষক আবুল খায়ের ও সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট কামাল হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যাপক তোতিউর রহমান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম, ইছাকলস ইউপির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, জিয়াউর রহমান মিজান, মারজান আহমদ, মইন উদ্দিন মিলন, সোহরাব আহমদ, নিজাম উদ্দিন, সাংবাদিক আবিদুর রহমান, আসাদুল হক আসাদ, আবু সিদ্দিক, এহসানুল মাহবুব, মাহমুদুল হাসান নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাবলু বিশ্বাস টিটু ও তাফসিয়া মৌরী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল বাসিত।
এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৭ জন এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৮ জনসহ মোট ৩৫ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ফলাফলের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।