সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার বদলি জনিত বিদায় উপলক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।
সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী ইউএনও সুকান্ত সাহা শান্তিগঞ্জবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার কাজের সময় আপনাদের সহযোগিতা পেয়েছি। কিছু কাজ সম্পন্ন করতে পেরেছি, কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। নতুন ইউএনওকে আমার মতোই সহযোগিতা করবেন। আমি যেখানেই থাকি না কেন, শান্তিগঞ্জের মানুষ আমার হৃদয়ে থাকবে।” বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, শালিস ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক কাজী আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া এবং আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, শাহনুর সুলতান, দিলিপ কুমার দাস, ইমরানুল হাসান, নাসির মিয়া, মো. জাকির হোসেন, আহমেদ উসমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।