শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিএনপির মনোনয়ন : সুনামগঞ্জ-৪- এ নুরুল , ২- এ নাসির

সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বৃহম্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফিংকালে এই নাম দুটি ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘আপনারা জানেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগে ২৩৭টি আসনে আমরা দলীয় প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। বাকিগুলো পরে ঘোষণা করবো।’

এদিকে দলীয় মনোনয়ন পেয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এবং সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনের প্রত্যেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মনোনয়ন পাওয়া উপলক্ষে কোন ধরনের আনন্দ মিছিল,আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন । 

এছাড়াও সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী কোনো ধরনের বিজয় মিছিল না করার জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ করে সোশ্যাল মাধ্যম ফেসবুক পোস্টে বলেছেন, সম্মানিত এলাকাবাসী, আপনার আমার সালাম, আদাব নিবেন৷ সুনামগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী হিসেবে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে৷ আপনারা সবাই আমার পাশে থাকবেন৷ এটা আমার জীবনের শেষ নির্বাচন৷ আমি কোন বিভক্তি চাই না৷ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে জয়ী হতে চাই৷ মনোনয়ন লাভের কারণে কোনো ধরনের বিজয় মিছিল না করার অনুরোধ রইলো৷ আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিরাই শাল্লার মানুষের পাশে থাকতে চাই, তাদের মুখে হাসি ফোটাতে চাই৷

এই সম্পর্কিত আরো