সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জৈন্তাপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা তিনি কামনা করেছেন। নবাগত ইউএনও হিসেবে তার প্রথম কার্যদিবসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
বুধবার (৩রা ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব, হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সন্জিব, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ উছমান গনি, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী। মত বিনিময় সভায় নবাগত ইউএনও উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম কর্মী,রাজনৈতিক ও সামাজিক সংগঠনে নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সদস্যদের বক্তব্য ও প্রস্তাবনা শুনেন।
এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে চেলেন্জিং মূহুর্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কে ঘিরে অবাদ,সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করাই হবে উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট কেন্দ্রের সার্বিক বিষয়াদি নিয়ে পুলিশ বিজিবি, শিক্ষক প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য শুনেন।
এ সময় আমন্ত্রিত অতিথিগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা, অস্ত্রের চালান বন্ধে কার্যকর ব্যবস্হা গ্রহন,সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ সহ নানান প্রস্তাবনা তুলে ধরেন।পাশাপাশি সীমান্তে চোরাচালান রোধ, পাহাড় টিলা কাটা বন্ধ, যানজট নিরসন, মহাসড়কের সংস্কার, পর্যটন শিল্পের বিকাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবাগত ইউএনওর সহায়তা কামনা করেন।
সভাপতির বক্তব্যকালে নবাগত ইউএনও বলেন, সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে সকলের সহযোগিতা কাম্য। এটা এখন প্রধান চেলেন্জ। পাশাপাশি আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনকে সামনে রেখে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, পরিবেশ বিপন্ন রোধে, পাহাড় টিলা কাটা, অবৈধ পাথর বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তাছাড়াও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা হবে।
সবশেষে তিনি বলেন, উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তর উপজেলাবাসীর সেবা প্রদানের জন্য প্রস্তুত। এখানে উপজেলা পরিষদে সব সময় সেবা গ্রহনের জন্য উম্মুক্ত। তবে বিশেষ কোন কাজ না থাকলে সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর এলাকায় ভবঘুরের মত যাতায়াত এখন থেকে নিষিদ্ধ করা হবে। এটা বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ নিরাপত্তার একটি অংশ। পরিশেষে জৈন্তাপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে তৈরি করার প্রত্যয় নিয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার,প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ প্রভাকর রায়,সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর ও শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ প্রদিপ দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক,আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম, বদিউল আলম, জালাল উদ্দীন, মাষ্টার মোস্তাক আহমেদ,আবু সুফিয়ান বিলাল, প্রবিন মুরুব্বি আব্দুস শুকুর, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী প্রনব দাস, জেলা সদস্য সাইফুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেয়।