✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ - অভিনেত্রী শাওন গ্রেফতার কুলাউড়ায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিদ্দিকুর রহমানকে বিদায় সংবর্ধনা পাহাড় থেকে ফেরার পথে বাকবিতন্ডার জের - বন বিভাগের উপকারভোগীকে কুপিয়ে হত্যা করল খাসিয়ারা কুলাউড়ায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ভাঙ্গলো শেখ মুজিবের ম্যুরাল পৌর কর্মচারি পুলিশের হেফাজতে - বিয়ানীবাজারে ম্যুরাল ও ফলক ভাঙচুর করলো ছাত-জনতা ছাত্রলীগের কর্মকাণ্ডের বিচারের দাবিতে তাহিরপুরে স্মারকলিপি প্রদান কমলগঞ্জে নিখোঁজের একদিন পর গলা ও হাত কাটা শিশুর লাশ উদ্বার জামালগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ৩৬নং ওয়ার্ড কমিটি গঠন শাবি প্রেসক্লাবের সভাপতি রবিন, সম্পাদক শুভ
advertisement
সিলেট বিভাগ

সিলেটে সিটিজেন রাইটস এন্ড জাস্টিস নেটওয়াক’র আত্মপ্রকাশ

গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়ের প্রচারে বুদ্ধিবৃত্তিক চর্চা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে সিটিজেন রাইটস এন্ড জাস্টিস নেটওয়ার্কের (সিআরজেএন) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। 

এই উপলক্ষে সোমবার সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স রুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পিএইচডি গবেষক এবং ডায়াস্পোরা ফর জাস্টিসের কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট খোন্দকার আব্দুর রাকিব সেমিনারের ‘স্টেইট ভায়োলেন্স এন্ড এনফোর্সড ডিসএপিয়ারেন্স: প্রেক্ষিত আইনী লড়াই’ নিয়ে কথা বলেন।


রাকিব তাঁর বক্তব্যে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হত্যা, গুম, এবং ক্রসফায়ারের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের মানুষ কখনোই গুম শব্দের সাথে পরিচিত ছিল না। কিন্তু ফ্যাসিবাদী সরকার তাদের বিরোধীদের দমন করতে গুম ও ক্রসফায়ারকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। রাষ্ট্রের প্রতিটি অঙ্গ এতে সক্রিয় ভ‚মিকা পালন করেছে।


তিনি আরও বলেন, সাজানো নাটকের মতো কারা গুম হবে, কাকে ক্রসফায়ার দেওয়া হবে, তা আগে থেকেই নির্ধারিত থাকত। দেশের বিভিন্ন বিভাগের রাষ্ট্রীয় সহিংসতার ঘটনাগুলো নিয়ে গবেষণা করেছেন এবং সেমিনারে তাঁর অভিজ্ঞতা ও তথ্য তুলে ধরেন। তিনি বিভিন্ন গুম ও হত্যার লোমহর্ষক কাহিনী তুলে ধরে রাষ্ট্রীয় সহিংসতার ভয়াবহতা বোঝাতে উদাহরণ দেন।


সিটিজেন রাইটস এন্ড জাস্টিস নেটওয়ার্ক’র কো ফাউন্ডার আজহার উদ্দিন খানের পরিচালনায় এই সেমিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনের কো-ফাউন্ডার ফারহাত শাফী চৌধুরী, এডভোকেট রফিকুল হাসান লোদী, রেজাউল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং এডভোকেট মোহাম্মদ আসাদুল্লাহ।  জুলাই বিপ্লবের অগ্রসেনানী নাঈম হোসেনও বক্তব্য রাখেন।


সিটিজেন রাইটস এন্ড জাস্টিস নেটওয়ার্ক একটি গণমুখী উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো গণতন্ত্র, মানবাধিকার, এবং ন্যায়ের প্রচার ও প্রতিষ্ঠা করা। সংগঠনটি নিম্নলিখিত বিষয়ে কাজ করবে: (১) রাষ্ট্রীয় সহিংসতা, গুম, এবং মানবাধিকার লঙ্গনের ঘটনা চিহ্নিত করা ও সেগুলো প্রতিরোধে উদ্যোগ নেওয়া। (২) সচেতনতা বৃদ্ধি এবং জনগণকে তাদের অধিকার সম্পর্কে অবহিত করা। (৩) গবেষণা, ডকুমেন্টেশন এবং আইনগত সহায়তা প্রদান। (৪) মানবিক ও উদারমূল্যবোধে বিশ্বাসী একটি সমাজ গঠনে কাজ করা। সিটিজেন রাইটস এন্ড জাস্টিস নেটওয়ার্ক সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক, এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ভ‚মিকা রাখবে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সিআরজে এন তাদের কার্যক্রমের অংশ হিসেবে সেমিনার, কর্মশালা, গবেষণা এবং আইনী পরামর্শে ব্যবস্থা করবে। একইসাথে তারা জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি আদায়ে ভ‚মিকা রাখবে।


সেমিনার শেষে সংগঠনে কো ফাউন্ডারগণ বলেন, সিটিজেন রাইটস এন্ড জাস্টিস নেটওয়ার্ক শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি স্বপ্ন, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা, এবং ন্যায়ের নিশ্চয়তা থাকবে। আমরা সবার সহযোগিতায় এই যাত্রাকে সফল করতে চাই।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ অভিনেত্রী শাওন গ্রেফতার

কুলাউড়ায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিদ্দিকুর রহমানকে বিদায় সংবর্ধনা

পাহাড় থেকে ফেরার পথে বাকবিতন্ডার জের বন বিভাগের উপকারভোগীকে কুপিয়ে হত্যা করল খাসিয়ারা

কুলাউড়ায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ভাঙ্গলো শেখ মুজিবের ম্যুরাল

পৌর কর্মচারি পুলিশের হেফাজতে বিয়ানীবাজারে ম্যুরাল ও ফলক ভাঙচুর করলো ছাত-জনতা

ছাত্রলীগের কর্মকাণ্ডের বিচারের দাবিতে তাহিরপুরে স্মারকলিপি প্রদান

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর গলা ও হাত কাটা শিশুর লাশ উদ্বার

জামালগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ৩৬নং ওয়ার্ড কমিটি গঠন

শাবি প্রেসক্লাবের সভাপতি রবিন, সম্পাদক শুভ