দুই স্তরের টেস্ট ক্রিকেট কাঠামো হতাশাজনক বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক।
গত মঙ্গলবার এ বিষয়ে ক্রিকবাজের সঙ্গে কথা বলেন মুমিনুল। তিনি বলেন, ‘এটা আমার জন্য হতাশার। সত্যি বলতে আমি কোনো দলকে ছোট করতে চাই না। আমি নিশ্চিত নই যে নিচু স্তরে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমি জানি না আমরা যদি দ্বিতীয় স্তরে ভালো খেলি তাহলে প্রথম স্তরে উঠতে পারবো কি না।’ সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত- ক্রিকেটের ‘বিগ থ্রি’ একে অপরের বিপক্ষে একাধিকবার খেলার জন্য টেস্ট ক্রিকেটকে দুই ভাগে বিভক্ত করার জন্য আলোচনা করছে। দুই বছরের চক্রে টেস্টে এই তিন দল একে অপরের বিপক্ষে দুটি করে সিরিজ খেলার সুযোগ পায়। টেস্ট ক্রিকেট বিভক্ত হলে তারা দুই বছরে অন্তত তিনটি টেস্ট খেলার সুযোগ পাবে। বাংলাদেশের অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার মনে হয় এক্ষেত্রে টেস্ট ম্যাচের সংখ্যা কমে যাবে এবং সেটা হবে টেস্ট ক্রিকেটারদের জন্য হতাশাজনক। আমি মনে করি না এটা আমাদের জন্য ভালো হবে। আমরা যদি ভালো দলগুলোর বিপক্ষে না খেলি তাহলে আমাদের খেলার মান ভালো হবে না। যদি বড় দল কিংবা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে না খেলে নিজেদের পর্যায়ের দলের মধ্যেই খেলা হয় সেক্ষেত্রে একই পর্যায়ে থাকতে হবে।’
মুমিনুল হক বলেন, ‘যদি ভালো দলের বিপক্ষে খেলা হয় তাহলে চেষ্টা থাকবে তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেকে কতটা ভালো পর্যায়ে নেয়া যায়। কোথায় আপনার টেস্ট ক্রিকেটকে নিতে চান, সেসব ব্যাপারও নিজেরা বুঝতে পারবেন।’
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ চলতি মাসে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। তবে প্রস্তাবটি বিবেচনাধীন কিনা সে বিষয়ে আইসিসি কোনো মন্তব্য করেনি। যদি এই পদক্ষেপটি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত দল থাকবে টেস্টের প্রথম ডিভিশনে আর দ্বিতীয় ভাগে বাংলাদেশের থাকার সম্ভাবনা রয়েছে।