ইন্টারনেটের দাম কমিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) পর্যায়ে ইন্টারনেটের নতুন ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আগামী ১ জুলাই থেকে এই ট্যারিফ কার্যকর হবে বলে পৃথক দুটি পরিপত্রে জানানো হয়েছে।
নতুন ট্যারিফ অনুযায়ী, আইএসপিদের ‘এক দেশ, এক রেট’ নীতি অনুসরণ করতে হবে। গ্রাহকেরা ৫ এমবিপিএস ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ ও ২০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন ১ হাজার ১০০ টাকায়।
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) তথ্যমতে, বর্তমানে ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ ও ২০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট ১ হাজার ২০০ টাকা নির্ধারিত রয়েছে।