ঢাকার গাজীপুর মহানগরের সাংবাদিক ও জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার অসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে, একই সঙ্গে দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা শাখার অয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সাড়ে ৫ টায় চুনারুঘাট মধ্যবাজারস্থ থানা রোডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ সারোয়ার নেওয়াজ শামীমের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হক রেনুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মনজুরুল হক, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি উজ্জল বনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোঃ সজল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম হৃদয়, ডেইলী অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী, চুনারুঘাট উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার শায়েস্তাগঞ্জ শাখার সদস্য আজিজুর রহমান আজিজ, চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর মোঃ ফজলুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা অবিলম্বে খুনিদের দ্রুত বিচারের দাবী ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।