✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। অন্যায় এই হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ইসরায়েলকে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে ও আন্তর্জাতিক মানবাধিকার নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। এই হামলার ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং এই অঞ্চলে এরই মধ্যে মানবিক পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি ঘটেছে। সহিংসতার এই মাত্রা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি চরম অবজ্ঞা ফুটিয়ে তোলে।’

ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় অব্যাহত নির্বিচার বিমান হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ ইসলায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, সংযম প্রদর্শন করতে ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের নীতিগুলোকে সম্মান করার আহ্বান জানিয়েছে। 

আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও আহ্বান জানাচ্ছে।’

১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি অটল সমর্থনের কথাও বলা হয় বাংলাদেশের পক্ষ থেকে। 

এছাড়া ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে সংলাপ পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে বাংলাদেশ। এছাড়া ফিলিস্তিন ইস্যুর টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় বিবৃতিতে। 

এই সম্পর্কিত আরো