✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তাহিরপুরে সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ, খোঁজ পেতে চান মা বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহারের নিন্দা জানিয়েছেন ৩ সাংবাদিক সংগঠন ওসমানীনগরে গাড়ি ভাংচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার আরো ১ জন তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ সরকার এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে নগরীর টিলাগড় পয়েন্টে ইফতার বিতরন বালাগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কিস্তিতে ঘুষ নেন বিশ্বনাথ থানার এসআই জামালগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ব্যাসায়ীর সহায়তা আল ইনসাফ যুবসংঘ বিয়ে করলেন সমন্বয়ক রাফি, জানা গেল স্ত্রীর পরিচয় ৭৪ লাখ টাকার ভারতীয় কাপড় ও কসমেটিকসসহ দুই চোরাকারবারি আটক
advertisement
জাতীয়

তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ সরকার

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ‘নিপীড়ন ও হত্যা’ করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ‘ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা।’

তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।’

গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করে। অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে উল্লেখ করে, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সরকার দাবি করেছে, বিশ্বের অনেক দেশের মতো, বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে আইনশৃঙ্খলা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে।

বাংলাদেশকে ভিত্তিহীনভাবে "ইসলামিক খিলাফত" এর সঙ্গে যুক্ত করার অর্থ হলো বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, “ইসলামিক খিলাফত” ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে।

বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর গৎবাঁধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা।

সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাস্তব তথ্য ও সকল দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সম্পর্কিত আরো

তাহিরপুরে সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ, খোঁজ পেতে চান মা

বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহারের নিন্দা জানিয়েছেন ৩ সাংবাদিক সংগঠন

ওসমানীনগরে গাড়ি ভাংচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার আরো ১ জন

তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ সরকার

এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে নগরীর টিলাগড় পয়েন্টে ইফতার বিতরন

বালাগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিস্তিতে ঘুষ নেন বিশ্বনাথ থানার এসআই

জামালগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ব্যাসায়ীর সহায়তা আল ইনসাফ যুবসংঘ

বিয়ে করলেন সমন্বয়ক রাফি, জানা গেল স্ত্রীর পরিচয়

৭৪ লাখ টাকার ভারতীয় কাপড় ও কসমেটিকসসহ দুই চোরাকারবারি আটক