✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

রোড সেফটি ফাউন্ডেশন

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৮

এ বছরের ফেব্রুয়ারিতে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৯৬টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৮ জন। আহত কমপক্ষে ১ হাজার ৩২৭ জন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ৭৮ ও শিশু ৮৭টি। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ২৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৭ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪০ দশমিক ৪৩ শতাংশ।


ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন, যা ওই মাসে সড়কে মোট নিহতের ১৯ দশমিক ৭২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮২ জন, অর্থাৎ ১৪ দশমিক ১৮ শতাংশ বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

একই সময়ে দুটি নৌ দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া ১৪টি রেল দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।


দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেলের চালক ও আরোহী ২২৭ জন, বাসযাত্রী ৩৩ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৫৬ জন, প্রাইভেট কার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-র‌্যাবের জিপ আরোহী ২২ জন, থ্রি–হুইলারের যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৯২ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নছিমন-করিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্রা) ২০ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যানের আরোহী ১৪ জন।


রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ফেব্রুয়ারিতে দুর্ঘটনাগুলোর মধ্যে ২০৯টি জাতীয় মহাসড়কে, ২৬৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়কে, ৪৬টি শহরের সড়কে সংঘটিত হয়েছে। এ সময় দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৯৩৮টি।

এই সম্পর্কিত আরো