মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কণার গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি এনামের মায়ের মৃত্যুতে শহীদ ওয়াসিম ব্রিগেডের শোক ওসমান হাদিকে আগামীকাল সিঙ্গাপুরে নেওয়া হবে নভেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২১জনের প্রাণহানি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি বিএনপির বিজয় র‌্যালিতে খন্দকার মুক্তাদির - তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান বিজয় দিবসের সভায় মাওলানা ফখরুল - রাজনৈতিক অনৈক্যের কারণে জাতি স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত
advertisement
জাতীয়

হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার পরিকল্পনা

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবির্তত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ (সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স(এনএইচএ) যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

রোববার দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে।

চিকিৎসক বলেন, ‘ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেওয়া হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণ করলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে।’

হাদির চিকিৎসায় যুক্ত ওই চিকিৎসক আরও জানান, ‘আজ সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই হাদির সিটি স্ক্যান করা হয়েছে। পুনরায় সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) ও অক্সিজেনের ঘাটতির প্রমাণ পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের অবস্থা জটিল।’

তিনি বলেন, ‘ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদির শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে তাঁর কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।’

ওসমান হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলেই নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কণার গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি

এনামের মায়ের মৃত্যুতে শহীদ ওয়াসিম ব্রিগেডের শোক

ওসমান হাদিকে আগামীকাল সিঙ্গাপুরে নেওয়া হবে

নভেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২১জনের প্রাণহানি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

বিএনপির বিজয় র‌্যালিতে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান

বিজয় দিবসের সভায় মাওলানা ফখরুল রাজনৈতিক অনৈক্যের কারণে জাতি স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত