সাবেক সিনিয়র সচিব ড. মুহাম্মদ আইয়ুব মিয়াকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার (৩০ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
সরকারি মালিকানাধীন এ ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ মূলত পাঁচটি ব্যাংকের একীভূত রূপ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করার মাধ্যমে এ ব্যাংকটি গঠন করা হয়েছে।
সরকারি চাকরি থেকে অবসরের আগে ড. আইয়ুব মিয়া খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এর পাশাপাশি তিনি ইউনিলিভার বাংলাদেশ, রেকিট অ্যান্ড বেনকিজার, শিল্প ব্যাংক, অ্যাটলাস বাংলাদেশ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, বাংলাদেশ স্টিল মিলস কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং ট্রিপল সুপার ফসফেট কোম্পানিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেছেন।
চাকরি থেকে অবসরের পর তিনি গত ১২ বছর ধরে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়া বর্তমানে তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি ইবনে সিনা ট্রাস্টের ট্রাস্টি বোর্ডেরও সদস্য।
তার লিংকডইন প্রোফাইল এবং ইবনে সিনা ফার্মা ও ইবনে সিনা ট্রাস্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে।
বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করা আইয়ুব মিয়া ১৯৫৪ সালে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।