বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত - ‘হ্যা’ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে জামায়াত ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা দক্ষিণ সুরমা থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হতে চান কৃষ্ণ নন্দী জাফলংয়ে জামান - পাথর ব্যবসা আমাদের রুটি -রুজি, এখানে কোন ছাড় নয় সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটে জেলা পুলিশের শীর্ষ পদে রদবদল: আসছেন আখতার, যাচ্ছেন মাহবুবুর ‘গোল্ড কার্ড ভিসা’ চালু করছে যুক্তরাষ্ট্র, স্থায়ী বসবাসের সুযোগ বিশ্বনাথের নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
advertisement
জাতীয়

আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই-বোনেরা: সিইসি

দেশে অতীতের বিভিন্ন নির্বাচনে যেসব নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কাজ করেছে, তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘দেখলাম যে এখানে অনেক পুরোনো সংস্থা আছে, যারা অতীতে ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছে। তো আমি অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে। নানা কারণে এটা হতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।’

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংলাপে এসব কথা বলেন সিইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন এই সংলাপের আয়োজন করে।

নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য ইসির নিজস্ব তত্ত্বাবধানমূলক ব্যবস্থা আছে। তবে আগামী নির্বাচনে ইসির নিয়োগ করা পর্যবেক্ষক সংস্থাগুলোর মাধ্যমেও নির্বাচনকালীন পরিস্থিতি জানতে ও বুঝতে চায় কমিশন। সিইসি বলেন, ‘আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও সঠিক হবে না।’

পর্যবেক্ষক সংস্থাগুলো মাঠপর্যায়ে যেসব জনবল নিয়োগ করবে, নির্বাচনের আগে সেই জনবলকে নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে জোর দেন সিইসি। সিইসি মনে করেন, পর্যবেক্ষক সংস্থার লোকেরা যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, তাহলে খারাপ দৃষ্টান্ত স্থাপন হবে।

সিইসি বলেন, ‘যাদের নিয়োগ করবেন, প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছেন কি না। কোন রাজনীতির সঙ্গে জড়িত, কোন পার্টির সঙ্গে জড়িত, মিছিল-মিটিংয়ে গিয়েছে...এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও। এগুলো যাতে না করে।’

নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার ভূমিকা নিয়ে সচেতন করে সিইসি বলেন, তাদের কাজ হবে শুধু পর্যবেক্ষণ করা। দলের হয়ে কাজ করা নয়। যদি কোনো পর্যবেক্ষক সংস্থা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে, সেটা ওই সংস্থার রেপুটেশনকে কমিয়ে দেবে।

পর্যবেক্ষক সংস্থাগুলোকে ইসির ক্যামেরা অভিহিত করে সিইসি বলেন, ‘আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার অবজারভার। আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই-বোনেরা। এরা যদি সত্যিকারভাবে চোখ রাখে, তাহলে কিন্তু দেখবেন যে কেউ অনিয়ম করতে সাহস পাবে না।’

সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গত তিনটি নির্বাচনে যারা পর্যবেক্ষক সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে, তাদের সম্পৃক্ততার কারণে এবার তাদের অনেককে নিয়োগ দেওয়া যায়নি। তিনি বলেন, ‘অতীতে যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এ রকম উদাহরণ আমরা আর সৃষ্টি করতে চাই না। কোনো অবস্থাতেই নয়। পর্যবেক্ষকদের মাধ্যমে তো নয়ই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের স্বচ্ছ নির্বাচন হবে উল্লেখ করর এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা নিশ্চিত থাকেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালে। নিশ্চিত থাকুন। এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে, তাদের নির্বাচন কমিশন নূ্৵নতম ছাড় দেবে না।'

এই সম্পর্কিত আরো

নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত ‘হ্যা’ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে জামায়াত

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা

দক্ষিণ সুরমা থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হতে চান কৃষ্ণ নন্দী

জাফলংয়ে জামান পাথর ব্যবসা আমাদের রুটি -রুজি, এখানে কোন ছাড় নয়

সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটে জেলা পুলিশের শীর্ষ পদে রদবদল: আসছেন আখতার, যাচ্ছেন মাহবুবুর

‘গোল্ড কার্ড ভিসা’ চালু করছে যুক্তরাষ্ট্র, স্থায়ী বসবাসের সুযোগ

বিশ্বনাথের নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ