সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জন জুয়াড়িকে আটক করেছে সিলেট মহানগর গােয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলেন, বিজয় দাস, মোঃ বাদশা মিয়া, অজিত মালাকার, কাউছার আহমদ রনি, রুবেল মিয়া।
রোববার বিকালে এসএমিপি'র মিডিয়া শাখা থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার বিকালে কোতোয়ালী মডেল থানাধীন পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার সিলেট-সুনামগঞ্জ পাকা রাস্তার পাশে ফুটপাতের উপরে প্রকাশ্য স্থানে অভিযান চালিয়ে অনলাইনে তীর শিলং জুয়া খেলারত ৫জন জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন আছে বলে জানা গেছে।