বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
২০ তরুণের কর্মসংস্থান ও শত তরুণের স্বপ্নসারথী জসিম উদ্দিন জৈন্তাপুরে বিএনপি নেতা জামান - টার্গেট কিলিং ও ষড়যন্ত্র করে লাভ হবে না, প্রতিহত করা হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া পরবর্তী সংসদে নির্ধারণ : অ্যাটর্নি জেনারেল দুই বিদেশি কোম্পানিকে ১০ বছর করমুক্ত সুবিধা ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম ডেঙ্গুতে মৃত্যু ৩৫০ ছাড়াল প্রতিদিন মিলবে পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস - কৈলাশটিলার পুরনো কূপে নতুন গ্যাসের সন্ধ্যান মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ৪৭৬ সুনামগঞ্জ ১ আসনে মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবিতে গণ মিছিল অর্থ আত্মসাৎ মামলায় সাকিবকে দুদকে তলব
advertisement
জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, যা বললেন আইন উপদেষ্টা

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর এবার এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লিখেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। চালু হবে পরবর্তী সংসদ থেকে।

এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

আপিল বিভাগ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।

এই রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের অতীতের রায় ছিল কলঙ্কিত ও একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণ দিয়েছেন। 

পর্যবেক্ষণে বলা হয়েছে, আদালত এই মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন- পর্যালোচনাধীন আপিল বিভাগের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়টি নথি দৃষ্টে স্পষ্টরূপে প্রতীয়মান একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ। এ কারণে আপিল বিভাগের অতীতের রায়টি সম্পূর্ণরূপে বাতিল করা হলো। এর ফলে ফলশ্রুতিতে সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছেদ ২(ক)-এর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত বিধানাবলী, যা সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১ নং আইন) এর ধারা ৩ দ্বারা সন্নিবেশিত হয়েছিল, তা এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে বাতিল হয়

রায়ে বলা হয়েছে, যদিও এইরূপ পুনরুজ্জীবন পরিচ্ছেদ ২(ক)-এ বর্ণিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধানাবলীর স্বয়ংক্রিয় পুনঃস্থাপন নিশ্চিত করে, তবে পুনরুজ্জীবিত অনুচ্ছেদ ৫৮(খ)(১) এবং অনুচ্ছেদ ৫৮(গ)(২)-এর বিধানাবলীর প্রয়োগ সাপেক্ষে তা কার্যকর হবে।

রায়ে আরও বলা হয়েছে, পুনঃস্থাপিত ও পুনরুজ্জীবিত পরিচ্ছেদ ২(ক)-এ বর্ণিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধানাবলী কেবলমাত্র উক্তরূপ ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে। 

এই সম্পর্কিত আরো

২০ তরুণের কর্মসংস্থান ও শত তরুণের স্বপ্নসারথী জসিম উদ্দিন

জৈন্তাপুরে বিএনপি নেতা জামান টার্গেট কিলিং ও ষড়যন্ত্র করে লাভ হবে না, প্রতিহত করা হবে

তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া পরবর্তী সংসদে নির্ধারণ : অ্যাটর্নি জেনারেল

দুই বিদেশি কোম্পানিকে ১০ বছর করমুক্ত সুবিধা

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

ডেঙ্গুতে মৃত্যু ৩৫০ ছাড়াল

প্রতিদিন মিলবে পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস কৈলাশটিলার পুরনো কূপে নতুন গ্যাসের সন্ধ্যান

মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ৪৭৬

সুনামগঞ্জ ১ আসনে মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবিতে গণ মিছিল

অর্থ আত্মসাৎ মামলায় সাকিবকে দুদকে তলব