‘গ’ শ্রেণির ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। রংপুর বিভাগের এসব জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ অনুযায়ী এই ৫৩ জনের গেজেট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া গেজেটধারীদের গেজেট নম্বর ও নাম, মেডিকেল কেস আইডি নম্বর, শ্রেণি, পিতার নাম এবং স্থানীয় ঠিকানা জানিয়ে দেওয়া হয়েছে।
মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় এবং গেজেটে একাধিকবার নাম থাকায় ২৯ অক্টোবর ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে সরকার। এর আগে আরও ৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়। এ নিয়ে তিন দফায় ১৮৯ জনের গেজেট বাতিল হলো।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের এককালীন অর্থ সহায়তা ছাড়াও প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে।