সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে ডেভিলহান্ট অভিযানে কৃষকলীগ সদস্যসহ ৫ জন গ্রেফতার তাঁতীদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে খন্দকার মুক্তাদিরকে স্মারকলিপি দিরাই শাল্লায় বিএনপি-জামায়াত মুখোমুখি, সমীকরণ পাল্টাতে পারে স্বতন্ত্র প্রার্থী শান্তিগঞ্জে এম. এ. মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ জামালগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জে ১৩৭ হাওরে ১০৩ কোটি টাকার ফসল রক্ষা বাঁধের কাজ শুরু কুলাউড়ায় রাতের আঁধারে বেঁড়িবাঁধ কেটে পাইপ বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত, এক্সেভেটর জব্দ মহান বিজয় দিবসে ২২নং ওয়ার্ড বিএনপির বিজয় র‌্যালিতে ব্যাপক অংশগ্রহণ বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সঙ্গে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময় ষড়যন্ত্রকারীদের চেহারা পাল্টেছে, চরিত্র পাল্টায়নি: তারেক রহমান
advertisement
আইন-আদালত

খাগড়াছড়িতে অতিরিক্ত বলপ্রয়োগ হয়েছে কি না—বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

খাগড়াছড়ি জেলায় সহিংস ঘটনায় তিনজনের মৃত্যু, বেশ কয়েকজনের আহত হওয়া এবং সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে তারা, যাতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রমাণভিত্তিক ব্যবস্থা নেওয়া যায় এবং ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা জানায় সংস্থাটি।

বিবৃতিতে গণমাধ্যম থেকে পাওয়া তথ্য তুলে ধরে বলা হয়, মারমা সম্প্রদায়ের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ন্যায়বিচারের দাবিতে স্থানীয় তরুণেরা বিক্ষোভ, অবরোধ ও হরতাল পালন করে আসছিল বিগত কয়েক দিন। কিন্তু প্রতিবাদ চলাকালীন সময়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ আরও ভয়াবহ রূপ নেয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপান্তরিত হয়।


আসক মনে করে, ‘সংঘটিত ঘটনায় যদি কোনোরূপ অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটে থাকে, সরকার যেন তাৎক্ষণিকভাবে তদন্ত করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আমরা লক্ষ করছি, পার্বত্য এলাকায় প্রায়ই উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যা জনজীবন ও জানমালের ক্ষয়ক্ষতির কারণও হচ্ছে। অতীতে সংঘটিত এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং পেছনের অন্তর্নিহিত কারণ নিরূপণ না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে প্রতীয়মান হচ্ছে।'


আসক আরও মনে করে, ‘বাংলাদেশ একটি বহুজাতি ও বহু সংস্কৃতির দেশ। এই বৈচিত্র্য আমাদের শক্তি, বিভেদ নয়। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা কেবল পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নয়, বরং জাতীয় ঐক্য ও দেশের ভাবমূর্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সহিংসতা, ভীতি ও উসকানি কখনোই সমাধান নয়। এগুলো কেবল পারস্পরিক অবিশ্বাস ও অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। আমাদের স্মরণ রাখতে হবে, নাগরিক অধিকার সবার জন্য সমান। কারও প্রতি অবিচার, কারও প্রতি বৈষম্য কিংবা কারও নিরাপত্তা হুমকির মুখে পড়া মানে রাষ্ট্রেরই ক্ষতিগ্রস্ত হওয়া।’

আসকের দাবি, অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে এবং ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে হবে। ধর্ষণের শিকার কিশোরীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, একই সঙ্গে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে হবে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষা করা। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর পরিণতি পুরো সমাজকেই বহন করতে হবে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে ডেভিলহান্ট অভিযানে কৃষকলীগ সদস্যসহ ৫ জন গ্রেফতার

তাঁতীদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে খন্দকার মুক্তাদিরকে স্মারকলিপি

দিরাই শাল্লায় বিএনপি-জামায়াত মুখোমুখি, সমীকরণ পাল্টাতে পারে স্বতন্ত্র প্রার্থী

শান্তিগঞ্জে এম. এ. মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

জামালগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জে ১৩৭ হাওরে ১০৩ কোটি টাকার ফসল রক্ষা বাঁধের কাজ শুরু

কুলাউড়ায় রাতের আঁধারে বেঁড়িবাঁধ কেটে পাইপ বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত, এক্সেভেটর জব্দ

মহান বিজয় দিবসে ২২নং ওয়ার্ড বিএনপির বিজয় র‌্যালিতে ব্যাপক অংশগ্রহণ

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সঙ্গে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময়

ষড়যন্ত্রকারীদের চেহারা পাল্টেছে, চরিত্র পাল্টায়নি: তারেক রহমান