শনিবার, ২৬ জুলাই ২০২৫
শনিবার, ২৬ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে আটক ১২ যুবক দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের আয়মান দোয়ারাবাজারে বিদেশি মদসহ কারবারি আটক সিলেটে এসে সিলেট নিয়ে যা বললেন নাহিদ ইসলাম উমাইরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তৃণমূল পর্যায়ে এনসিপিকে শক্তিশালী করতে হবে- হাসনাত আবদুল্লাহ কুলাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা জামালগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী ধরতে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৩ বিশ্বনাথে ‘রাব্বানী ফাউন্ডেশন’র উদ্যোগে চার শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সংবর্ধিত ভবিষ্যত প্রজন্মের জন্য রাষ্ট্রের ফিটনেস তৈরি করতে হবে- নাহিদ ইসলাম
advertisement
আইন-আদালত

শপথ নিলেন নবনির্বাচিতরা

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ২টায় সমিতির ২ নম্বর হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ৮ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ’র সভাপতিত্বে যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. সালেহ আহমদ (হীরা) ও অ্যাডভোকেট যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাছুম আহমদ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৪ সনের ১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অর্থ-বছরের নিরীক্ষক অ্যাডভোকেট কয়ছর আহমদ, অ্যাডভোকেট দেবতোষ দেব ও অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন খান কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন কমিটির আহবায়ক অ্যাডভোকেট কয়ছর আহমদ সভায় উপস্থাপন করেন। 

সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ২০২৪ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতার ভিত্তিতে ২০২৪ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক উক্ত বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয় এবং নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়।

নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক ১৬ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তাহার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। 

প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহসভাপতি অ্যাডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা, সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহ সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল ও অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের, সহসম্পাদক অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, অ্যাডভোকেট সাহেদ আহমদ ও অ্যাডভোকেট কাওছার আহমদ, কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, অ্যাডভোকেট  মো. জামিলুল হক জামিল, অ্যাডভোকেট আব্দুল মালিক, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন (আশুক), অ্যাডভোকেট জুবের আহমদ খান, অ্যাডভোকেট আবু মো. আসাদ, অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন ও অ্যাডভোকেট মো. ছয়ফুল হোসেনকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবেরসহ সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী সহ সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও সহ সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল আমিন এবং যুগ্ম সম্পাদক- অ্যাডভোকেট মো. সালেহ আহমদ (হীরা) ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাছুম আহমদ।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বার্ষিক সাধারণসভা করতালির মাধ্যমে স্বাগত জানান। নবনির্বাচিত সভাপতি ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁহাদের স্বাগত বক্তব্যে বলেন সংবিধান অনুযায়ী বারের মান মর্যাদা অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন। বারের যাবতীয় কাজ সংবিধান অনুযায়ী করিতে বদ্ধ পরিকর। তাঁদেরকে নির্বাচিত করায় সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট মো. বদরুল আলম শিপন এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী, বিদায়ী কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।     

সবশেষে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও বিদায়ী সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ তার বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন এবং সভাপতি হিসেবে গত দু’বছর দায়িত্বকালীন সময়ে সকলে আন্তরিক সাহায্য ও সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরো

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে আটক ১২ যুবক

দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের আয়মান

দোয়ারাবাজারে বিদেশি মদসহ কারবারি আটক

সিলেটে এসে সিলেট নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

উমাইরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তৃণমূল পর্যায়ে এনসিপিকে শক্তিশালী করতে হবে- হাসনাত আবদুল্লাহ

কুলাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা

জামালগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী ধরতে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৩

বিশ্বনাথে ‘রাব্বানী ফাউন্ডেশন’র উদ্যোগে চার শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

ভবিষ্যত প্রজন্মের জন্য রাষ্ট্রের ফিটনেস তৈরি করতে হবে- নাহিদ ইসলাম